৬ ই মার্চ নেহরু যুব কেন্দ্র বর্ধমানের উদ্যোগে ও শ্রীখন্ড জনস্বাস্থ্য সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় নেবারহুড ইউথ পার্লামেন্টে। শ্রীখন্ড জনস্বাস্থ্য সমিতির প্রাঙ্গনে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন নেহরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অসিত মাল ও বিশিষ্ট ব্যাক্তিগন। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলন করে শুরু হয় অনুষ্ঠান। এদিন করোনা ভ্যাকসিনেশন, ভিশন ইন্ডিয়ান ২০৪৭, চন্দ্রযান ও নারীশক্তির বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তারা। বৈকাল তিনটে থেকে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাটোয়া ১নং ব্লকের শ্রীখন্ড ছিল পুরোপুরি জমজমাট। বিশেষত সন্ধ্যার দিকে শ্রীখন্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কর্তৃক পরিবেশিত মক্ পার্লামেন্ট ছিল দেখার মত এক একটি পরিবেশনা। যেখানে সংসদ ভবনের অভ্যন্তরীণ কার্যকলাপকে তুলে ধরা হয়। মাননীয় সাংসদ শ্রী অসিত মাল বলেন ভবিষ্যতের জনপ্রতিনিধিদের সংসদের কার্যকলাপ সম্পর্কে সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র ও মেমেন্টো তুলে দেওয়া হয়। জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস জানান যে, জেলাস্তরীও নেবারহুড ইউথ পার্লামেন্টে সেমিনার ও মক্ পার্লামেন্টের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হয়।