শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন

Spread the love

শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন

সৌরভ দত্ত, কলকাতা: শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর বৃন্দাবনের ষড়গোস্বামীর অন্যতম শ্রীল জীব গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত শ্রী বিশ্ব বৈষ্ণব রাজসভার অনুসরণে মায়াপুর শ্রীচৈতন্য মঠের দক্ষিণ কলকাতার অন্যতম শাখা মঠ শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হল ১২ জানুয়ারি তপন থিয়েটারে। শ্রী চৈতন্য মঠের শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ -এর তত্ত্বাবধানে মহামন্ত্র, মহাজন পদাবলী, সংকীর্তন এবং বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন শ্রীল ভক্তিভূষণ তূর্য্যাস্বামী মহারাজ, শ্রীল ভক্তিকুমুদ পুরী মহারাজ সহ কলকাতা হাইকোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিগণ এই ধর্ম সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্তন এর আয়োজন করা হয় শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে। মহারাজগণ, সকল বিশিষ্ট ব্যক্তি ও আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অবদান গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার ও প্রসারের কথা উল্লেখ করেন। গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনে শ্রী চৈতন্যমঠ এবং শাখা মোট সমূহ কিভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ধারাকে পরম্পরা গত ভাবে এগিয়ে নিয়ে চলেছে সেই বিষয়ে আলোকপাত করা হয় অনুষ্ঠানে। প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।
ছবি সৌরভ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *