ষষ্ঠদফার ভোটে প্রার্থীদের বিবরণ দিল ‘ইলেকশন ওয়াচ’

Spread the love

ষষ্ঠ দফার ভোটগ্রহণে প্রার্থীদের বিবরণ দিল ইলেকশন ওয়াচ

মোল্লা জসিমউদ্দিন টিপু,

, সোমবার বিকেলে ‘পশ্চিমবঙ্গ ইলেকশান ওয়াচ’ এবং ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস ‘(এডিআর) ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায়, ৪৩টি আসনে প্রতিদ্বন্দিতাকারী ৩০৬ জন প্রার্থীর স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করে থাকে । এই দফায় নির্বাচন হবে ২২শে এপ্রিল ২০২১ তারিখে ।এই পর্যায়ে ভোট হচ্ছে  উত্তর ২৪ পরগণা পার্ট – ২, নদীয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২ এবং- উত্তর দিনাজপুরে।প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা : হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্লেষিত ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭ জন (২৮%) নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা জানিয়েছেন।প্রার্থীদের বিরুদ্ধে থাকা গুরুতর ফৌজদারি মামলা : এদের মধ্যে ৭১ জন (২৩%) নিজেদের বিরুদ্ধে থাকা গুরুতর ফৌজদারি মামলা থাকার কথা জানিয়েছেন।দলগতভাবে প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা : প্রধান দলগুলির মধ্যে সিপিআই(এম) থেকে বিশ্লেষিত ২৩ জন প্রার্থীর মধ্যে ১৪ জন (৬১%), বিজেপির থেকে বিশ্লেষিত ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৫ জন (৫৮%), তৃণমূল কংগ্রেস থেকে বিশ্লেষিত ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৪ জন (৫৬%), জাতীয় কংগ্রেসের বিশ্লেষিত ১২ জনের মধ্যে ৫ জন (৪২%), নিজেদের হলফনামায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।দলগতভাবে প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা : প্রধান দলগুলির মধ্যে সিপিআই(এম) থেকে বিশ্লেষিত ২৩ জন প্রার্থীর মধ্যে ১২ জন (৫২%), বিজেপির থেকে বিশ্লেষিত ৪৩ জন প্রার্থীর মধ্যে ২০ জন (৪৭%), তৃণমূল কংগ্রেস থেকে বিশ্লেষিত ৪৩ জন প্রার্থীর মধ্যে ২০ জন (৪৭%), জাতীয় কংগ্রেসের বিশ্লেষিত ১২ জনের মধ্যে ৪ জন (৩৩%), নিজেদের হলফনামায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।প্রার্থীদের স্বঘোষিত মহিলাদের বিরুদ্ধে করা অপরাধ সম্পর্কিত মামলা : ১৯ জন প্রার্থী ঘোষণা করেছেন যে তাঁদের মহিলাদের বিরুদ্ধে করা অপরাধ সম্পর্কিত মামলা আছে। এই ১৯ জনের মধ্যে ১ জন ঘোষণা করেছেন তার বিরুদ্ধে ধর্ষণ সম্পর্কিত অপরাধের মামলা রয়েছে (IPC Section-376)।প্রার্থীদের স্বঘোষিত খুনের অপরাধে অভিযুক্ত মামলা : ৫ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে খুনের অভিযোগে অপরাধ সম্পর্কিত মামলা আছে (IPC Section-302)।হত্যার চেষ্টার সাথে সম্পর্কিত মামলাযুক্ত প্রার্থীরা: ২২ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা সম্পর্কিত মামলা রয়েছে (IPC Section-307) ।   ৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২টি (২৮%) কেন্দ্রকে আমরা  লাল সতর্কতা কেন্দ্র বলছি। লাল সতর্কতা বিধানসভা কেন্দ্রগুলিতে ৩ বা ততোধিক প্রতিযোগী প্রার্থীরা নিজের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করে থাকেন।
কোটিপতি প্রার্থী : বিশ্লেষিত ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৬৬ জন (২২%) কোটিপতি। 
দলগতভাবে কোটিপতি প্রার্থী, প্রধান দলগুলির মধ্যে বিশ্লেষণ করে দেখা গেছে, তৃণমূল কংগ্রেসের ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৮ জন (৬৫%),বিজেপির ৪৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জন (৪৪%), জাতীয় কংগ্রেসের ১২ জন প্রার্থীর মধ্যে ২ জন (২৫%), সিপিআই(এম)-এর ২৩ জন প্রার্থীর মধ্যে ৪ জন (১৭%) ঘোষণা করেছেন তাদের ১ কোটি টাকার বেশী সম্পদ রয়েছে।গড় সম্পদ : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ষষ্ঠ দফায় প্রার্থীদের মাথা পিছু গড় সম্পদ হল ৯৪.৮৩ লক্ষ টাকা।দলগতভাবে গড় সম্পদ : প্রধান দলগুলির মধ্যে বিশ্লেষণ করে দেখা গেছে, বিজেপির ৪৩ জন প্রার্থীর গড় সম্পদ ২.৩৪ কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের ৪৩ জন প্রার্থীর গড় সম্পদ ২.১৪ কোটি টাকা, জাতীয় কংগ্রেসের ১২ জন প্রার্থীর গড় সম্পদ ১.১৮ কোটি টাকা, সিপিআই(এম) এর ২৩ জন প্রার্থীর গড় সম্পদ ৬৮.৪৩ লক্ষ টাকা।প্যান দেওয়া হয়নি : মোট ৬ জন (২%) প্রার্থী প্যান সংক্রান্ত তথ্য দেননি।প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা : ১২৯ জন (৪২%) প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, যেখানে ১৬৫ জন (৫৪%) প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। ৪ জন প্রার্থীর ডিপ্লোমা আছে। ১ জন নিরক্ষর প্রার্থী এবং ৭ জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর আছেন। প্রার্থীদের বয়সের তথ্য : ৮৫ জন (২৮%) প্রার্থী জানিয়েছেন তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১৬২ জন (৫৩%) প্রার্থীরা জানিয়েছেন তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। ৫৯ জন (১৯%) প্রার্থী রয়েছেন যারা তাদের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে বলেছেন।
প্রার্থীদের মধ্যে লিঙ্গসাম্যতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০২১ এর ষষ্ঠ দফায় ২৭ জন (৯%) মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই সভায়উপস্থিত ছিলেন ডঃ উজ্জয়িনী হালিম, শ্রী মানবেন্দ্র নাথ মণ্ডল ও ডঃ অমিয় কুমার সামন্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *