ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন প্রত্যন্ত গ্রাম বানপুরে।
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:-সারেঙ্গা ব্লকের বানপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো ১২ তম বর্ষে পদার্পণ করল। ষষ্ঠীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল ও সারেঙ্গা থানার অফিসার সুব্রত মন্ডল। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সাধু বাবা কালিকা নন্দ মহারাজ ,ডাক্তার গঙ্গাধর চ্যাটার্জী, জিতু দাস, ভোলানাথ কুম্ভকার, চিলতোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নেপাল দাস সহ বিশিষ্ট মানুষজন। গ্রামবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয় স্থানীয় শিল্পী সোমা দাস কয়েকটি সংগীত পরিবেশন করেন এছাড়া বিশিষ্ট লোকগীতি শিল্পী দিলীপ দাস, কৃষ্ণ চন্দ্র দাস, প্রমুখ। চার দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উদ্যোক্তাদের মধ্যে গোপাল পাল জানান আমাদের এ বছরের বাজে ট ৭ লক্ষ টাকা বানপুর গ্রাম ছাড়াও পাশাপাশি বাসুদেবপুর কুলডিহা, কাঠগড়া, ভাঙ্গা ডালি, বেনাসুলি, সিঁদুরপুর, ঘুঙ্গিয়া, পাঁচবেড়িয়া সহ এলাকার অন্যান্য গ্রামের মানুষজন আমাদের পুজো উপলক্ষে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ। সারেঙ্গা থানা পুলিশ আন্তরিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দশমীর দিন সিঁদুর খেলায় মাতবেন গ্রামের মহিলারা।