সংগীতের মূর্ছনায় খাতড়া শহর।
শুভদীপ ঋজু মন্ডল ,বাঁকুড়া:- কথায় আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন ,ইচ্ছেডানা নামে একটি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনারআগে শুক্রবার সন্ধ্যায় খাতড়া গুরুসদায় মঞ্চে অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল খাতড়া মহকুমা শাসকের সংগীত পরিবেশনা। তিনি দুটি গান পরিবেশন করে উপস্থিত দর্শকসহ খাতড়া শহরবাসীর মন জয় করে নেন। এখানে উল্লেখ্য খাতড়া মহকুমা শাসক নেহা বন্দোপাধ্যায় একজন আইএএস অফিসার। এদিনের অনুষ্ঠানে অন্য মাত্রা যুক্ত হয় খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি ও খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্যের সংগীত পরিবেশনা। খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য একজন সংগীত শিল্পী প্রশাসনের আধিকারিক হয়েও সংগীতের প্রতি তার ভালোবাসা যে কতটা গভীর তা আজকের অনুষ্ঠানে বুঝিয়ে দিলেন। আসন্ন দুর্গাপুজোর আনন্দ উৎসবের সূচনা করে দিলেন খাতড়া মহকুমা প্রশাসনের আধিকারিকবৃন্দ যার মূল উদ্যোক্তা ইচ্ছেডানা সাংস্কৃতিক পরিবার। তাদের প্রথম নিবেদন ছক্কা মেরে আত্মপ্রকাশ করল। এদিনের এই অনুষ্ঠান শেষে খাতড়া শহরের আপামর জনসাধারণের মুখে একটি কথাই উচ্চারিত হল যে প্রশাসনের আধিকারিকবৃন্দ হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকেও একজন সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব হতে পারেন। তা তারা আজকের অনুষ্ঠানে বুঝিয়ে দিলেন। পুলিশ প্রশাসনের ব্যক্তিত্বরা যেমন বন্ধুকের ট্রিগার টিপে অশান্তকে শান্ত করতে পারেন এমনি মন মাতানো গান পরিবেশন করে মানুষের হৃদয়কে জয় করে নিতেও পারেন। খাতড়া গুরুসদায় মঞ্চের এই সংস্কৃতিক সন্ধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, খাতড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস সহ খাতড়া মহকুমা এলাকার বিভিন্ন ব্লকের বিডিওরা এছাড়া সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব।