সংযোগ স্থাপনে লোকপুর থানা পুলিশের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র বিতরণ

Spread the love

সংযোগ স্থাপনে লোকপুর থানা পুলিশের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র বিতরণ

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম
ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শীতবস্ত্র প্রয়োজন। অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। যারপরনাই আগুন পোহাতেও দেখা যায়। অনেকের ঠিক মতো গায়ে চাদর দেওয়ার অবস্থা থাকেনা, বিশেষ করে অভাব যাদের নিত্যসঙ্গী। সেই সমস্ত অসহায় মানুষদের কথা মাথায় রেখে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ অসহায়দের শীতের সমস্যা দূরীকরণে শীতবস্ত্র বিতরন কর্মসূচী গ্রহণ করেন লোকপুর থানার বিভিন্ন গ্রামে। জানা যায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে অন্যান্য দিনের ন্যায় এদিন বুধবার খন্নি গ্রামে ৮জন,থমতাড়া গ্রামে ১০জন,ভালুকতোড় গ্রামে ৪জন, কমলপুর গ্রামে
১৯ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। জাঁকিয়ে শীত পড়ার মুহূর্তেই শীতবস্ত্র পেয়ে স্বভাবতই সকলের চোখে মুখে হাসির রেখা স্পষ্ট হয়ে ওঠে। ভ্রাম্যমাণ পুলিশের গাড়িতে ঘুরে ঘুরে গ্রামে বিতরণ করেন লোকপুর থানার এ এস আই নয়ন ঘোষ সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *