সং সেজে আনন্দদানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী কমলাকান্ত সিংহ মহাপাত্র

Spread the love

সং সেজে আনন্দদানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী কমলাকান্ত সিংহ মহাপাত্র

:——সাধন মন্ডল বাঁকুড়া:—–আজ নীল ষষ্ঠী অর্থাৎ মহাকাল শিবের পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরগুলিতে শুরু হয়েছে শিব গাজন উৎসব ।এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মেলা বসেছে আমাদের বাঁকুড়া জেলার সবচেয়ে বেশি লোক সমাগম ও ভক্ত হয় বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে ।প্রাচীন এই শিব মন্দির কে কেন্দ্র করে সপ্তাহ ব্যপি মেলার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ ।জেলার ভিমাড়া কেশাতোড়া গ্রামে শুরু হয়েছে শিব গাজন মেলা ।এই মেলায় ভক্তরা আজ থেকে মন্দিরপ্রাঙ্গনে ভিড় জমিয়েছেন ।সকাল থেকেই মেয়েরা পুজো দিতে দীর্ঘ লাইন এ দাঁড়িয়েছেন তাদের সন্তানদের মঙ্গল কামনায় ।নীল ষষ্ঠী পূজা উপলক্ষে বাজারে ফলের দাম চড়া ।ভিমাড়া কেশাতোড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী কমলাকান্ত সিংহ মহাপাত্র গাজন উৎসবে আগত মেলা প্রাঙ্গনে ভক্তদের আনন্দ দিতে শিব সেজেছেন। তাকে নিয়ে আনন্দ উৎসবে মেতেছেন এলাকাবাসী । এ ব্যাপারে কমলাকান্ত বাবু বলেন এটা আমার একটা নেশা আমি প্রতিবছরই বিভিন্ন সং সেজে ভক্তদের আনন্দ দিয়ে থাকি এতে আমি অনেক বেশি আনন্দ পাই। বলতে পারেন সবটাই আমার শিব ঠাকুরের প্রেরণায় । মনে হয় তিনি আমাকে এভাবে দেখতে চান আর তারই নির্দেশে আমার এই সং সাজা।মেলা দেখতে আসা ভক্তরা আনন্দ পান তাদের আনন্দে আমি আনন্দিত হই। এক ভক্ত মানস মহান্তি বলেন আমি প্রতি বছরই এই ভিমাড়া কেশাতোড়া গ্রামের শিব গাজনে এসে থাকি শুধুমাত্র এই সং সাজা মানুষদের দেখতে। আমার খুব ভালো লাগে এবারও এসেছি এবং খুব ভালো লাগছে। অতি প্রাচীন এই শিব মন্দিরে শিব গাজনকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *