” সত্যানন্দ শীল্ড টুর্নামেন্ট- চুড়ান্ত পর্যায়ের খেলা,দুবরাজপুরে”

Spread the love

” সত্যানন্দ শীল্ড টুর্নামেন্ট- চুড়ান্ত পর্যায়ের খেলা,দুবরাজপুরে”

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম আয়োজিত সত্যানন্দ শীল্ড টুর্নামেন্টের শনিবার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয়।উল্লেখ্য গত ৩রা সেপ্টেম্বর থেকে এই খেলা শুরু হয়েছিল। বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী প্রকাশানন্দ মহারাজের সভাপতিত্বে আজকে চুড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় । এদিন উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সমাহার্তা বিধান রায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ , দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ -পৌরপ্রধান মির্জা সৌকত আলী,স্বামী সারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুরের বিডিও রাজা আদক সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত অতিথিগণ প্রদীপ জ্বালিয়ে খেলার শুভ সূচনা করেন এবং খেলার উপযোগিতা বিষয়ক বক্তব্য রাখেন ।চূড়ান্ত পর্যায়ের খেলায় যোগ্যতা অর্জন করে বীরভূমের তারাপীঠ মিলন সংঘ এবং পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শ্যাম মেটালিক। নির্ধারিত সময়ে কোন দলই জয়ের লক্ষ্যে পৌঁছতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে জয়ী হয় তারাপীঠ মিলন সংঘ। তারাপীঠ টিমের হাতে ১৫ হাজার টাকার চেক ও ট্রফি এবং শ্যাম মেটালিক দলের হাতে ১০ হাজার টাকার চেক এবং ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কার প্রদান করা হয়। বিশেষ উল্লেখযোগ্য যে,বিগত ৬০ বছর ধরে সত্যানন্দ শীল্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে দুবরাজপুর সারদা ময়দানে।এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষের ভীড় ছিল লক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *