খায়রুল আনাম,
আনুষ্ঠানিক ভোটপর্ব মিটে যাওয়ার পরে, শুরু হয়েছে নতুন আতঙ্ক। ভোটের দিন বীরভূম জেলার ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মী থেকে প্রার্থীরা শাসক তৃণমূল কংগ্রেসের বুথ দখল ঠেকিয়ে ভোট দেওয়ার পথ প্রশস্ত করেছিলেন। কিন্তু তারপর রাত্রির অন্ধকার নামতেই সেইসব বিজেপি ভোট প্রার্থী ও কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এইসব সন্ত্রাসের প্রতিবাদ জানাতে জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন। আর তাতে আতঙ্ক বেড়েছে অধিক পরিমাণে। তাই জেলার বহু বিজেপি কর্মী এসে আশ্রয় নিয়েছেন সিউড়ীতে জেলা বিজেপি কার্যালয়ে। সেইসব ঘরছাড়া কর্মীদের নিয়ে রবিবার সন্ধ্যায় সিউড়ীতে বিজেপির জেলা কার্যালয়ে বসে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সাংবাদিকদের জানান, এরা নিরাপত্তার অভাববোধ করায় দলীয় কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। এদের বাড়ির মহিলাদের নিয়ে এবং বাড়িঘর নিয়ে সংশয় রয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। এ ব্যাপারে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদনও জানানো হয়েছে।।