সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ মিছিল বামেদের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সন্দেশখালিতে শাসকদল মা বোনদের সম্মান ভুলন্ঠিত করছে। দূষ্কৃতিদের গ্রেপ্তার না করে পুলিশ সিপিআই(এম) নেতাদের গ্রেপ্তার করছে।সেরূপ সিপিআইএম নেতা নিরাপদ সর্দার কে পুলিশ আটক করে প্রমাণ করছে যে,বর্তমানে পুলিশ তৃনমূল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে। তৃনমূল কংগ্রেসের সেখ শাজাহান,শিবু হাজরা,উত্তম সর্দার এদের কীর্তিকলাপে সেখানকার মানুষজন ফুঁসছে। বিশেষ করে মহিলারা নানা ঘটনায় জর্জরিত হয়ে আজ শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পথে নেমেছেন।পাশাপাশি উক্ত ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনে পথে নেমেছেন বামপন্থীরাও।সেই হিসেবে সোমবার খয়রাসোল ও দুবরাজপুর ব্লক এলাকায় বামফ্রন্টের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন খয়রাসোল সিপিআইএম দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয় এবং স্থানীয় বাসষ্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিজয় বাগ্দী, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, কৃষকসভার ব্লক সম্পাদক বেণীমাধব বাউরি, সিপিআইএম খয়রাসোল এরিয়া কনভেনার দিলীপ গোপ, ধনপতি দাস প্রমুখ নেতৃত্ব। এদিন দুবরাজপুর শহরের মধ্যেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। দুবরাজপুর থানার সম্মুখে এক পথ সভার মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি ও আনারুল হক, সিপিআইএম দুবরাজপুর এরিয়া কমিটির সম্পাদক পল্টু বাগ্দী সহ অন্যান্য নেতৃত্ব।