সুজন বিশ্বাস
বিবেকানন্দ পাঠচক্র কেন্দের উদ্যোগে বেশি মাত্রায় অক্সিজেন সরবরাহকরী বৃক্ষ রোপণের মাধ্যমে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন
পরিবেশ রক্ষার কাজে ব্রতী এমন কলকাতা ও বিভিন্ন জেলার একদল পরিবেশপ্রেমী মানুষের দ্বারা সংগঠিত “সবুজ যোদ্ধার দল” -এর অনুপ্রেরণায় কাঁথি সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ মিশন অনুমোদিত ধান্দালীবাড় বিবেকানন্দ পাঠচক্র কেন্দ্রের মাধ্যমে এলাকার গুনীজনদের আন্তরিক সহযোগিতায় পার্শ্ববর্তী এলাকার আরো কিছু সমাজকল্যাণ মূলক কাজে যুক্ত এমন সংগঠন এবং নিকটবর্তী কিছু বিদ্যালয় কে উৎসাহ ও সহযোগীতার মাধ্যমে একত্রিত করে , প্রত্যেক সংগঠন এবং বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় বেশী পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এমন কিছু বৃক্ষ সমেত বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির কর্মসূচির মধ্য দিয়ে ৭৪তম স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি পালন করা হলো।
সবুজ যোদ্ধা দলের অনূপ্রেরনায় ধান্দালীবাড় বিবেকানন্দ পাঠচক্র কেন্দের এই কর্মসূচিতে যারা সামিল হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম বিবেকানন্দ পাঠচক্র কেন্দের সমস্ত সদস্যবৃন্দ এবং সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন শিক্ষক সম্মাণীয় মন্মথ নাথ বারিক মহাশয়, সম্পাদক শঙ্কর প্রসাদ দাস মহাশয়, ধান্দালীবাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রিয়তোষ গুড়িয়া মহাশয়, কাঁথি সারদা মিশনের সদস্য লক্ষীকান্ত বারিক মহাশয় , ধান্দালীবাড় শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকা সম্মানীয়া বেবী মন্ডল মহাশয়া, পল্লীশ্রী সেবা নিকেতনের মাননীয় সম্পাদক অরবিন্দ খুঁটিয়া মহাশয়, প্রভাতী সঙ্ঘের পরিচালন কমিটির সদস্য সুবিমল মন্ডল মহাশয়, ড: বি. আর. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দলাই মহাশয়, এলাকার সম্মানীয় চিকিৎসক বাবলু মাইতি মহাশয় , বিমাকর্মী দিলীপ খুঁটিয়া মহাশয়, শিক্ষক নিতাই জানা মহাশয় ও এলাকার অন্যান্য আরো পরিবেশ প্রেমী মানুষগন। এই কর্মসূচির মুখ্য উদ্যোক্তা সুদীপ বারিক সবাইকে ধন্যবাদ জানান এবং পরিশেষ রক্ষায় পরবর্তীতে আরো অনেক বেশি বৃক্ষ রোপনের উৎসাহ প্রদান করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।