সেখ রাজু,
১৯৪৭ সালের ১৫ই আগস্ট, শুক্রবার ভারত, ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল । সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ই আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় । বিভিন্ন আয়োজকরা দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা, প্রভাতফেরি, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করে । অন্যদিকে বিগত কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়নকে রুখতে স্বাধীনতা দিবস বিশেষভাবে উদযাপন করেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতির আয়োজনে ও জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের উদ্যোগে এলাকার 3,000 গ্রামবাসীদের হাতে জাম, আঙ্গুর, মেহগনি, শিশু, পিয়ারা, আতা সহ 22 টি প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় ।
জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বিশ্ব উষ্ণায়নকে রুখতে গাছের বিকল্প নেই । এবছর সর্বোচ্চ ৪৪ ডিগ্রি তাপমাত্রার হাত থেকে বাঁচতে একমাত্র রেহাই দিতে পারে গাছ । আমাদের মৌলিক কর্তব্য পালনের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সকলে নিষ্ঠাবান হবো ও পরিবেশ রক্ষার্থে আমরা সকলেই সচেষ্ট হব ।
শেখ রেজাউল হক, সাহাউল্লা সেখ প্রমুখরা বলেন বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে জেলা সভাধিপতির এই উদ্যোগ সত্যি সাধুবাদ যোগ্য । সর্বদা মানুষের পাশে থেকে কাজ করেন শ্যামাপ্রসন্ন লোহার ।