পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতির ১৩ বছর পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি।
এই মহাষষ্ঠীতে মঙ্গলকোট পালিশ গ্রাম নিবেদন জনকল্যাণ সমিতির দুর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ফিতে কেটে।
সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, শিমুলিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী সাহা সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই শুভ দিনে তিনটি ব্যাটারি চালিত গাড়ি দেয়া হয় বিশেষ চাহিদা সম্পন্ন তিন ব্যক্তিকে।
এই গাড়ি তুলে দেন বিধায়ক অপূর্ব চৌধুরী।
বিধায়ক অপূর্ব চৌধুরী শান্তির বার্তা দেন আজকের এই পুজো মণ্ডপ থেকে।
জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান,
এই ক্লাব বিশেষ বার্তা দিয়েছেন থিমের মধ্য দিয়ে।
তাহলে বাল্যবিবাহ বন্ধ করা।
আমি এই ক্লাবের একজন সদস্য।
সকলে পুজোর ক’দিন আনন্দে মেতে উঠুক মায়ের কাছে এই প্রার্থনা করি।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলাম রিপোর্ট।