সমাজসেবা মূলক কাজে অগ্রণী ইনস্টিটিউট অফ হায়ার রিসার্চ এন্ড এডুকেশন, সহযোগিতায় হোমিওপ্যাথি ডক্টর অশোক কুমার প্রধান

Spread the love

সমাজসেবা মূলক কাজে অগ্রণী ইনস্টিটিউট অফ হায়ার রিসার্চ এন্ড এডুকেশন, সহযোগিতায় হোমিওপ্যাথি ডক্টর অশোক কুমার প্রধান

প্রতিবছরের মত এ বছরও জীব জ্ঞানের শিব সেবায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পথচারী শিশুদের জন্য পুস্তক, বস্ত্র এবং সাধারণ মানুষদের জন্য কম্বল থেকে শুরু করে বিভিন্ন বস্ত্র বিতরণ অনুষ্ঠান পালিত করছে ইনস্টিটিউট অফ হায়ার রিসার্চ অ্যান্ড এডুকেশন। ইতিমধ্যে এই সংস্থা কথা মৃত ভবন, বামাপুকুর রামকৃষ্ণ মিশন, জয়রামবাটী মাতৃনিকেতন, প্রতিভা ফ্রি শিক্ষানিকেতন, নিউ আলিপুর সারদা আশ্রম, সিদ্ধশ্রী আশ্রম শ্যামপুকুরের মত আরো বিভিন্ন মিশন এবং স্কুলের প্রত্যেককে ১০০০ এর উপর রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং বিবেকানন্দের আদর্শ শিক্ষাজীবনের পুস্তক বিতরণ ইতিমধ্যে করে ফেলেছেন। শুধু তাই নয় পথচারী দরিদ্র শিশুদের জন্য বস্ত্র, কম্বল, মশারি এবং দরিদ্র পরিবারের উপযোগী পণ্য সামগ্রী ও ব্যবস্থা করেছে এই সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে ডক্টর অশোক কুমার প্রধান এবং মনিন্দ্র প্রধান জানান প্রতি বছরের ন্যায় এবছরও এই কাজ করতে পেরে তারা ধন্য এবং আনন্দিত। ডক্টর অশোক কুমার প্রধান আরো জানান এই কাজ ছাড়াও এই সংস্থার পক্ষ থেকে মাসে দুদিন করে ৩০০ থেকে ৪০০ রোগীকে তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। এই কাজে মানসী মন্ডল, রিমা-অনুষ্কা মিশ্র, ডক্টর সুকল্প মিত্র মাসে দুটি রবিবার করে সারদা থালি কালিয়া স্কুল, বিদ্যাসাগর শিক্ষা নিকেতন এবং বাংলা শিক্ষা নিকেতনে এই চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে।তাদের এই নির্লস প্রয়াসকে ধন্যবাদ এবং কুর্নিশ জানালেন ডক্টর অশোক কুমার প্রধান। তিনি আরো জানান রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ এক্সটেনশন মহারাজ এবং জেনারেল সেক্রেটারি স্বামী সুবিদানন্দ মহারাজের এহেন কাজে গতি থেকে এই কাজ আজ ইনস্টিটিউট অফ হায়ার রিসার্চ অ্যান্ড এডুকেশন করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *