সমাজসেবী শুভেন্দু গুহ’র অকাল প্রয়াণে বাৎসরিক স্মরণ সভা
সেখ সামসুদ্দিন, ২ জুনঃ সমাজসেবী শুভেন্দু গুহ’র অকাল প্রয়াণে বাৎসরিক স্মরণসভা উপলক্ষে মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটি ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তর উদ্যোগে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমানের ওম্ টেরেজা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রায় রক্তদান শিবির শুরু করা হয়। সূচনায় মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, শুভেন্দু গুহ’র ছবিতে মাল্যদান করে যান। পরে আসেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, প্রদেশ কংগ্রেস নেতা কাউন্সিলার সেখ ইউসুফ, ডাঃ চিরঞ্জিব ঘোষ, কাশ্মীরা খাতুন, বাপি ব্যানার্জী, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ এর প্রধান শিক্ষক সুব্রত চ্যাটার্জী, জেলা তৃণমূলের নেতা অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন প্রয়াত শুভেন্দু গুহর পিতা শিশির গুহ ও পুত্র অর্ঘ্য গুহ। এদিনের অনুষ্ঠানে শোকের আবহে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বৈদ্যনাথ রায়। ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন প্রতি বছর শুভেন্দু গুহর মৃত্যুর দিনে আমরা এই স্মরণ সভা করব।