সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ কাঁথির যুবক! খুনের অভিযোগ করলো পরিবার

Spread the love

সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ কাঁথির যুবক! খুনের অভিযোগ করলো পরিবার

জুলফিকার আলি

কাঁথি : সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক যুবক। পুলিশ জানিয়েছে মৃত শেখ মিনাজ (১৯)। তাঁর বাড়ি কাঁথি শহরের ৫ নং ওয়ার্ডে মনোহরচক এলাকায় বাসিন্দারা। নিখোঁজ যুবকের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার দুপুরে বগুড়ানজালপাইতে সমুদ্র সৈকতে পরিদর্শনে যান জুনপুর উপকূল থানার ওসি প্রতিমা বায়েন ও ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, শনিবার সকালে কয়েকজন চারজন বন্ধু বান্ধব নিয়ে বাইকে করে কাঁথির জুনপুটে বগুড়ানজালপাইতে সমুদ্র সৈকতে বেড়াতে যান। পাড়ে ব্যাগ, জুতো রেখে স্নান করতে যান। জোয়ার চলছিল। স্নানের সময় চারজনই ঢেউ ভাঙতে ভাঙতে অনেকটাই দূর এগিয়ে যান। তারপর সকলেই একপ্রকার হাবুডুবু খেতে থাকেন। রবিবার রাত পর্যন্ত নিখোঁজ শেখ মিনাজের সন্ধানই মেলেনি। মিনাজের এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল এবং এছাড়াও একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান চালাতেন।

যদিও শেখ মিনাজের মা মিনা বিবি সহ বাড়ির সদস্যরা তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন। অভিযোগ ” সমুদ্রস্নানের সময় জলে ডুবিয়ে মিনাজকে খুন করা হতে পারে। বন্ধুরা তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রকৃত ঘটনা তদন্তের জন্য অনুরোধ জানায় “।

সঙ্গী এক কিশোরের কথায়, মিনাজ এবং সঙ্গী অর্ণব মাইতি তলিয়ে যেতে থাকেন। এই অবস্থা দেখে আমি ও অভিজিৎ পাহাড়ী নিজেদের রক্ষা করে তাঁদের কোনওরকমে টেনে তোলার চেষ্টা করি। অর্ণবকে কোনওভাবে উদ্ধার করা গেলেও মিনাজ ভেসে যান। এদিকে তাঁরা ভয় পেয়ে পাড়ে উঠে এসে বাইকে পালিয়ে যান।

জুনপুট উপকূল থানার ওসি প্রতিমা বায়েন বলেন ” সমুদ্রে নজরদারি বাড়ানো হচ্ছে। জোয়ারের সময় যাতে পর্যটক থেকে স্থানীয়রা সমুদ্রে না নামেন। এছাড়াও গভীরে না যান। গোটা সমুদ্র সৈকতে তল্লাশি শুরু করা হয়েছে। পাশাপাশি একাধিক উপকূল থানায় খবর পাঠানো হয়েছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *