সম্প্রীতির নজির তালডাংরর যুবকের

Spread the love

সম্প্রীতির নজির তালডাংরর যুবকের

। শুভদীপ ঋজু মন্ডল,বাঁকুড়াঃ শ্রাবণ মাস জুড়ে চলে শিব ভক্তদের জল ঢালা উৎসব। সারা মাস জুড়ে চলে এই উৎসব তবে প্রতি সোমবার জেলার তথা রাজ্যের সারাদেশের বিভিন্ন শিব মন্দিরে চলে শিব ভক্তদের শিবের মাথায় জল ঢালা উৎসব ।কোথাও ভক্তরা ১০০ কিলোমিটার ২০০ কিলোমিটার দূর থেকে জল নিয়ে এসে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন ।আজ চতুর্থ তথা শেষ সোমবারের আগের দিন রবিবারে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ঝরনার জল নিয়ে এসে ভক্তরা ভীমাড়া কেশাতোড়া মহাকালেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য জল বয়ে নিয়ে আসছেন। সেই শিব ভক্তদের সেবা করে সম্প্রীতির অনন্য নজির গড়লো বাঁকুড়ার তালডাংরার স্থানীয় লদ্দা গ্রামের বাসিন্দা শেখ বাপি নামে এক মুসলিম যুবক।

  উল্লেখ্য সোমবার সকালে ওই এলাকার শিলাবতী নদী তীরে ভীমাড়া কেশাতড়া মহাকালেশ্বর শিব মন্দির সহ পার্শ্ববর্ত্তী সিমলাপাল ব্লকের বিভিন্ন মন্দিরে শিবলিঙ্গে জল ঢালবেন ভক্তরা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে প্রায় ৭০ কিলোমিটার পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন শিব ভক্তরা। এই অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে মন্দিরে পথে যাওয়ার পথে ওই সব ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন শেখ বাপি। পরম যত্নে তাঁদের সেবা করতে দেখা গেল তাকে। প্রত্যেকের পায়ে ব্যাথা নাশক স্প্রে করার পাশাপাশি তাদের হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেট ও জলের বোতল।

  শেখ বাপির এই উদ্যোগে খুশী শিব ভক্তরা ও এলাকার মানুষজন। তাঁরা শেখ বাপির মঙ্গল কামনা করেছেন।

শেখ বাপি বলেন, মানব সেবার চেয়ে বড় কিছু হয়না। আর আমি আমার সাধ্যমতো সেই কাজটাই বছরভর করে চলেছি। এখানে উল্লেখ্য শেখ বাপি সারা বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *