‘সরকারের ভালো কাজের প্রশংসা, খারাপ কাজের সমালোচনা করবো’ ; বিচারপতি  গঙ্গোপাধ্যায় 

Spread the love

 ‘সরকারের ভালো কাজের প্রশংসা, খারাপ কাজের সমালোচনা করবো’ ; বিচারপতি  গঙ্গোপাধ্যায় 

জাহির আব্বাস

সাদা কে সাদা,কালো কে কালো-ই বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বুধবার এক মামলার শুনানির ফাঁকে  এইরকমই মন্তব্য করলেন তিনি।গত সপ্তাহে একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়  তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি খারাপ কিছু বলব কেন? মুখ্যমন্ত্রী তো ভাল কাজ করছেন।’এরপর নানা মহলে নানান আলোচনা চলছিল ।যে বিচারপতি নিয়োগ দুর্নীতি নিয়ে এত কঠোর। যিনি সরকার, এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রায়শই  সমালোচনায় বিদ্ধ করেন, তিনি কেন এমন কথা বললেন?সেই কৌতূহলের গুঞ্জন বিচারপতির কানে বোধহয়  গিয়েছে!  তবে এদিন  মামলার শুনানিতে ভরা এজলাসে সে ব্যাপারে স্পষ্ট করেই নিজের অবস্থান জানিয়ে দিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।এদিন বিচারপতি  বলেন, – ‘শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংশা আমি করবই। সরকারের যদি সঠিক ভূমিকা থাকে তবে মুখ্যমন্ত্রীর কাজেরও প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’সম্প্রতি একটি শুনানিতে বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় বলেছিলেন ‘অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।’ তারপর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূলের এক মুখপাত্র । ওই মুখপাত্র  বলেছিলেন, -‘ কেউ যদি জানেন ধেড়ে ইঁদুর কে তাহলে তাঁকেও তদন্তের জন্য ডাকা উচিত’। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বোঝাতে চেয়েছিলেন, বিচারপতিরাও আইনের ঊর্ধ্বে নন। সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘চন্দ্রিমাদি কে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না।’ সেইসঙ্গে এও বলেন, ‘আমি কেন খারাপ কথা বলব! মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।’ বিচারপতির সেই মন্তব্য নিয়ে চর্চা চলছিল। এদিন বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, -‘তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলবেন’। অর্থাৎ সরকারের ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের সমালোচনা করবেন বিচারপতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *