সরলা সাহিত্য সংসদের কলকাতা শাখার উদ্বোধন সারস্বত অনুষ্ঠানকলকাতা অবনীন্দ্র সভাঘরে।

Spread the love

সরলা সাহিত্য সংসদের কলকাতা শাখার উদ্বোধন সারস্বত অনুষ্ঠানকলকাতা অবনীন্দ্র সভাঘরে।


ওড়িশার বিখ্যাত সাহিত্য সংগঠন সরলা সাহিত্য সংসদের কলকাতা শাখা আজ সন্ধ্যায় উদ্বোধন করা হয়।কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের চারুকলা ভবন প্রেখ্যাগৃহে অবনীন্দ্র ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অডিট মহাপরিচালক,ভারত সরকারের (কলকাতা) বিভুদত্ত বসন্তিয়া।সরলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. প্রভাকর সোয়াইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রখ্যাত সাহিত্যিক সাফাল্য নন্দী, কেন্দ্রীয় সাহিত্য আকাডিমি পুরস্কার বিজয়ী শ্যামল ভট্টাচার্য,প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ড. সুদীপ্ত চ্যাটার্জি এবং কেন্দ্রীয় সাহিত্য আকাদেমি পূর্বের সহ-সভাপতিরা উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন সম্পাদক ক্ষেত্রপাসী নায়ক।প্রধান অতিথি শ্রী বাসন্তিয়া যে সরলা সাহিত্য সংসদ ওড়িশার বিভিন্ন অঞ্চল সহ বাইরে শাখা খুলে ওড়িয়া সাহিত্যের প্রচারে মুখ্য ভূমিকা পালন করেছে।তিনি বলেন, ওড়িয়া ও বাংলা সাহিত্য একই রকম।চেয়ারম্যান ডঃ সোয়াইন তার বক্তৃতায় বলেন, “অর্থোডক্স ভাষা ও সাহিত্য অত্যন্ত প্রাচীন এবং এর মৌলিক সৌন্দর্য রয়েছে। তিনি সরলা দাসকে ওড়িয়া ভাষা সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং সরলা মহাভারতকে ওড়িয়া সাহিত্যের অমূল্য ধন হিসেবে বর্ণনা করেন।বিশেষ অতিথি শ্রী নন্দী সরলা অতিথিদের একজন ড. চ্যাটার্জি সামাজিক পরিবর্তন ভারতে সাহিত্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।অতিথিদের একজন শ্রী নায়ক বক্তৃতা দেন এবং সমসাময়িক রক্ষণশীল সাহিত্যের ওপর আলোকপাত করেন। কলকাতা শাখার অনুষ্ঠান সমন্বয়কারী দিলীপ দাস, ধন্যবাদ জ্ঞাপন করেন বহু সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা। কলকাতার অবনীন্দ্র সভাঘর থেকে শুভ ঘোষের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *