সরস্বতী
ঝর্ণা সরদার
সরস্বতী আদুল গায়ে
আলতা ধোয়া পা
অষ্টাদশী যখন রে তুই
পরের ঘরে যা।
জন্ম থেকেই বাবা মায়ের
বোঝা সরস্বতী
লেখা পড়ার পাট চুকিয়ে,
ঘরকন্যায় ব্রতী।
পরের ঘরে বিষের বাঁধন
মনোরঞ্জনের পালা
পান থেকেই খসলে চুন
সবাই ঝালাপালা ।
কথায় কথায় বজ্রাঘাত
বিচ্ছেদের ভয় দেখায়।
বাপের ঘরেও বন্ধ তালা
বাঁচার নেই উপায়।
এমনি কত সরস্বতীর
অকাল বিসর্জন
সরস্বতী সরস্বতী তবু
করবি নে বল পণ??
সরস্বতী সরস্বতী
করিস পরের ঘর।
নিজের পায়ে দাঁড়িয়ে আগে
বাঁধ নিজের ঘর।
নিজের পায়ে দাঁড়িয়ে আগে
বাঁধ নিজের ঘর।