সরস্বতী

Spread the love

সরস্বতী

ঝর্ণা সরদার

সরস্বতী আদুল গায়ে
আলতা ধোয়া পা
অষ্টাদশী যখন রে তুই
পরের ঘরে যা।
জন্ম থেকেই বাবা মায়ের
বোঝা সরস্বতী
লেখা পড়ার পাট চুকিয়ে,
ঘরকন্যায় ব্রতী।
পরের ঘরে বিষের বাঁধন
মনোরঞ্জনের পালা
পান থেকেই খসলে চুন
সবাই ঝালাপালা ।
কথায় কথায় বজ্রাঘাত
বিচ্ছেদের ভয় দেখায়।
বাপের ঘরেও বন্ধ তালা
বাঁচার নেই উপায়।
এমনি কত সরস্বতীর
অকাল বিসর্জন
সরস্বতী সরস্বতী তবু
করবি নে বল পণ??
সরস্বতী সরস্বতী
করিস পরের ঘর।
নিজের পায়ে দাঁড়িয়ে আগে
বাঁধ নিজের ঘর।
নিজের পায়ে দাঁড়িয়ে আগে
বাঁধ নিজের ঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *