সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে পিছিয়ে পড়া প্রত্যন্ত বন্যা কবলিত গ্রাম কানুপুর
সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে পিছিয়ে পড়া প্রত্যন্ত বন্যা কবলিত গ্রাম কানুপুর
নলহাটি, তথাগত চক্রবর্তী, বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের বন্যা কবলিত প্রত্যন্ত কানুপুর গ্রামে যুবক সঙ্ঘের পরিচালনায় সরস্বতী পূজো উপলক্ষে আয়োজন করা হয় এলাকার কচিকাঁচাদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ডপের প্যান্ডেলের গায়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সচেতনা মুলক পোষ্টার। কোথাও লেখা রয়েছে হেলমেট পড়ে গাড়ি চালান, অযথা জল অপচয় করবেন না, গাছ লাগান প্রাণ বাঁচান, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না সহ আরো নানান সচেতনতামূলক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের বিভিন্ন প্রান্তে। ঐ সঙ্ঘের সদস্য প্রাণবন্ধু মন্ডল জানান সরস্বতী পুজো হল বাগ দেবী অর্থাৎ বিদ্যার দেবী । এই পুজোর মধ্য দিয়ে সমাজে তুলে ধরতে চাই বিদ্যা অন্তরে থাকা উচিত বিদ্যা না হলে কোন কিছুই হবে না, আমাদের গ্রামের ছেলে মেয়েরা বিদ্যা অর্জন করে গ্রামের যাতে উন্নতি করতে পারে পাশাপাশি দিন দিন অপসংস্কৃতির মুখে চলে যাচ্ছে ছেলে মেয়েরা তাদের সংস্কৃতি প্রেমী করার মুল লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। প্রত্যেক বছর সরস্বতী পূজোয় আমরা গ্রামের ও এলাকার কচিকাঁচা ছেলেমেয়েদের নিয়ে প্রতিযোগিতামূলক খেলাধুলো, নাচ, গান, আবৃত্তি সহ আরো অনান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানুপুর এমএসকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর কুমার পন্ডিত, কুরুমগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীকান্ত মন্ডল সহ এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান ভিড় জমান এলাকার বহু মানুষ।



Post Comment