সরস্বতী প্রতিমা নিরঞ্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা
সেখ সামসুদ্দিন, ২৮ জানুয়ারিঃ মেমারি সুভাষ সংঘের ঐতিহ্যবাহী ৭৩ তম সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা দর্শনে রাস্তার দুই পাশে ও বাড়ির ছাদে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শনিবার দুপুরে মেমারি সোনাপট্টী থেকে শোভাযাত্রা শুরু, হাসপাতাল মোড়, মায়েরকোল পাড়া, বামুনপাড়া মোড়, নিমতলা, স্টেশন বাজার, রেলগেট হয়ে শহর পরিক্রমা করে। সুভাষ সংঘের সরস্বতী পুজোর মূল আকর্ষণ ঐতিহ্যবাহী শোভাযাত্রা। তবে এবারে মণিপুরী আদলে সজ্জিত প্রতিমা করা হয়। এদিনের শোভাযাত্রায় রাজস্থানী ঘুমার নৃত্য, চমকপ্রদ অঘোরী নৃত্য, সোনামুখীর বিখ্যাত কাঁড়া সিং ও কাটোয়ার ঢোল সানাই সহ বিশাল পদযাত্রায় ভারত সহ পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরা হয়।