সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত হতে চলেছে ‘বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা’

Spread the love

সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত হতে চলেছে ‘বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা’

সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান -:

      যেকোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও তার উন্নয়নের জন্য সেই দেশের যুব সমাজের সক্রিয় ভূমিকা ও মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেইদিকে লক্ষ্য রেখে ভারত সরকারের 'যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রণালয়' এর অধীনস্থ 'মেরা যুবা ভারত' এর উদ্যোগে খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে 'বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা'র অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতাটি 'বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ ২০২৬' কর্মসূচির অন্তর্গত বারোটি  ভাষায় আয়োজন করা হচ্ছে।

  জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে  কুইজে অংশগ্রহণকারী প্রত্যেককে শংসাপত্ল দেওয়া হবে এবং প্রথম ১০ হাজার জনকে পুরস্কৃত করা হবে। পরের পর্যায়ে যারা উত্তীর্ণ হবে তাদের সরকারি খরচে রাষ্ট্রীয় স্তরে আয়োজিত বিভিন্ন আলোচনা সভা, সেমিনার ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। 

    'মেরা যুবা ভারত' এর পূর্ব বর্ধমান জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস বললেন, নেহরু যুব কেন্দ্রকে আরও সক্রিয় করতে ভারত সরকার 'মেরা যুবা ভারত' নামকরণ করে এটিকে 'ইয়ুথ ডেভেলপমেন্ট' কার্যক্রম এর সঙ্গে যুক্ত করেছে। ১৫ থেকে ২৯ বছর বয়সী সমস্ত যুবক-যুবতী 'মেরা যুবা ভারত' (my bharat.gov. in ) পোর্টালে নিজেদের বায়োডাটা দিয়ে নাম নথিভুক্ত করতে পারবে এবং এর অন্তর্গত যে কোনো প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। নেহরু যুব কেন্দ্রের মান্যতাপ্রাপ্ত সমস্ত ক্লাবও 'মেরা যুবা ভারত'-এ যুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *