সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে,নাট্যানুষ্ঠান ও সলিল সমারোহ,দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ভারতীয় সংগীত জগতের বিস্ময় পুরুষ, স্রষ্টা ও জীবন শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতীয় গণনাট্য সংঘের দুবরাজপুর ভিক্টর জারা শাখার উদ্যোগে সলিল সমারোহ ও নাট্যানুষ্ঠান আয়োজিত হয়
৪ ও ৫ই জানুয়ারি বীরভূমের দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়,বীরভূম জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত,রাজ্য কমিটির সদস্য সন্তোষ কর্মকার,জেলা কমিটি সদস্য টুটুল দাস, শীতল বাউরী,রামদাস,দুবরাজপুর ভিক্টর জারা শাখার সম্পাদক উজ্জ্বল মিশ্র প্রমুখ। উল্লেখ্য ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা দিবস ২৫ শে মে,সেই উপলক্ষে গত বছর উক্ত দিনে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি প্রতিযোগীদের হাতে এদিন পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, “আমরা কঠিন অবস্থার মধ্যে চলছি,আমরা কেউ ভালো নেই”। তবুও ভারতীয় গণনাট্য সংঘের দুবরাজপুর ভিক্টর জারা শাখার আয়োজনে যে দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয়েছে, তা খুবই প্রশংসনীয়।এরপরই বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত রচিত “টিনের তলোয়ার” নাটক পরিবেশিত হয়। নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন সুজিত ঠাকুর এবং মঞ্চস্থ করে ভারতীয় গণনাট্য সংঘের সিউড়ি’ র রুদ্রবীণা সংস্থা। দর্শকদের ঘন ঘন করতালিতে মুখরিত হয়ে ওঠে নেপাল মজুমদার ভবন।৫ই জানুয়ারি সন্ধ্যায় প্রেমচাঁদ মুন্সির “কফন” গল্পের ছায়া অবলম্বনে “দাহ” নাটকটি মঞ্চস্থ করে ভারতীয় গণনাট্য সংঘের দুবরাজপুর ভিক্টর জারা শাখা।। যার নাট্যরূপ দেন তামস ওঝা এবং নির্দেশনায় ছিলেন উৎপল নায়ক।পরবর্তীতে অনুপম চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীরা সলিল চৌধুরীর কথা ও সুরে একাধিক গান পরিবেশন করেন।ভারতীয় গণনাট্য সংঘের বীরভূম জেলার সদস্য তথা দুবরাজপুর ভিক্টর জারা শাখার অন্যতম কর্ণধার শীতল বাউরী বলেন বিশিষ্ট সংগীত -শিল্পী সলিল চৌধুরীর জন্ম- শতবর্ষে “সলিল সমারোহ” -পালিত হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে।আমরাও দুবরাজপুর ভিক্টর জারা শাখার পক্ষ থেকে নাটক মঞ্চস্থের পাশাপাশি এই কালজয়ী শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।