সল্টলেক সোমা বুটিকের তত্ত্বাবধানে দক্ষিণ কলকাতার বেহালার বারোটি পূজাকে সম্মানিত।
শুভ শারদীয়া দুর্গা উৎসব মহা সপ্তমি এর দিনে দক্ষিণ কলকাতা বারোটি দুর্গা উৎসব পূজা কমিটিকে ঘিরে সংবর্ধনা ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয়। সল্টলেক সোমা বুটিকের সতরফ থেকে।দক্ষিণ কলকাতার মোট বারোটি পুজো মন্ডপকে সংবর্ধনা করেন সোমা বুটিকের কর্ণধার মিসেস সোমা।১নং সাহাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৭তম বর্ষ।২নং বেহালা ইয়ং ম্যেন্স অ্যাসোসিয়েশনের ৭৪তম বর্ষ।৩নং তরুণ মাতৃ সেবক সমিতি ৫৮তম বর্ষ।৪নং বেহালা শ্রীসংঘ ক্লাব ৭৩ তম বর্ষ।৫নং অক্সফোর্ড ভিউ আবাসন দুর্গোৎসব পূজা কমিটি ৩১তম বর্ষ।৬নং সবুজ সাথী দূর্গাউৎসব কমিটি ৫৫ তম বর্ষ।৭নং ইউনিক পার্ক দুর্গা উৎসব কমিটি ১৯ তম বর্ষ।৮নং বেহালা শান্তি সংঘ ক্লাব ৫৭ তম বর্ষ।৯নং বেহালা ব্রাহ্মসমাজ ৫৭তম বর্ষ।১০ যতনং বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৯ তম বর্ষপূর্তি। দক্ষিণ কলকাতার বেহালা থেকে শুভ ঘোষ সাথে রূপাই ঘোষের রিপোর্ট।