সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত চালু সহ ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন, রেল দপ্তরে

Spread the love

সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত চালু সহ ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন, রেল দপ্তরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,
জেলার সাঁইথিয়া শহর বানিজ্যিক শহর হিসেবে পরিচিত। এজন্য এখানে জেলা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এলাকা থেকে ও প্রতিদিন বহু মানুষের আনাগোনা। এদিকে রেল কতৃপক্ষ সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণ করার কথা। সেই মোতাবেক নোটিশ জারি করেছে। কিন্তু কাজ ঢিমেতালে হওয়ায় মানুষের মধ্যে দেখা
দিচ্ছে অস্বস্তি। সেই লক্ষ্যে সাঁইথিয়া রেল ব্রীজ সমপ্রসারণের কাজ অতিদ্রুত শুরু করার দাবি সহ মোট ১৫ দফা দাবিতে মঙ্গলবার সাঁইথিয়া পথপ্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাঁইথিয়া রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন প্রদান করেন শতাধিক ব্যক্তির উপস্থিতিতে । দাবিসমূহের মধ্যে ছিল রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত শুরু, সঠিক সময়ে কাজ সম্পন্ন করা। রেলস্টেশনের পূর্ব দিকে একটি নতুন টিকিট কাউন্টার চালু করা, দশটি ট্রেনের স্টপেজ দেওয়া ,সাঁইথিয়া আমোদপুর কাটোয়া লাইনের ট্রেন চালানো। সংগঠনের অভিযোগ যে যেহেতু সাঁইথিয়া রেল ব্রিজ বন্ধ, সেহেতু সাধারণ মানুষের পারাপারে একমাত্র ভরসা সাইথিয়া রেলের ফুট ওভারব্রিজ।ওই ফুট ওভারব্রিজে পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানি শিকার হতে হচ্ছে টিকিট পরীক্ষকদের হাতে। উল্লেখ্য ইতিপূর্বে এবিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে পথপ্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে। এদিন সংস্থার পক্ষ থেকে চিন্টু রায় ও ছোটন দত্ত এক সাক্ষাৎকারে জানান,১৬ দফা দাবি নিয়ে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিসমূহ কার্যকর না হলে আগামী একমাস পরেই আমরা আবার সাধারণ মানুষকে সাথে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *