সাঁওতায় সম্বর্ধনা অনুষ্ঠানে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি কে দীর্ঘদিন পর একই মঞ্চে পেয়ে খুশি দলীয় কর্মীরা।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাম কেশব ভট্টাচার্য ওরফে ধ্রুব ভট্টাচার্য ও যুব তৃণমূল সভাপতি চৌধুরী আব্বাস ওরফে বাপি দুই সভাপতিকে আজ মঙ্গলকোটের নিগন অঞ্চলের সাঁওতা বাসস্ট্যান্ডে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে দেখা গেল।
এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলার তৃণমূল নেতা শান্ত সরকার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির দুই কর্মদক্ষ মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক, সহযোগিতা করে নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেস।
দুই নব নির্বাচিত সভাপতিকে সম্বর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
তবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, এ বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন উনি পাড়ায় সমাধান ক্যাম্পে আছেন তাই আসতে পারেননি।
রাজনৈতিক বিষয়ে যাই থাকুক না কেনো তবে কর্মীদের উৎসাহ লক্ষ্য করা গেল আজ।
পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।