সাঁওতালি ভাষা দিবস উদযাপন জঙ্গলমহলে :-

Spread the love

সাঁওতালি ভাষা দিবস উদযাপন জঙ্গলমহলে :-

শুভদীপ ঋজু মন্ডল, জঙ্গলমহল, বাঁকুড়া:—আজ বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস। পশ্চিমবঙ্গ সরকারের ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সারা রাজ্যজুড়ে। সারেঙ্গা ব্লকের পণ্ডিত রঘুনাথ মুরমু মহাবিদ্যালয় রায়পুর ব্লকের রায়পুর ব্লক মহাবিদ্যালয় দিনটি যথাযোগ্য মর্যাদা উদযাপিত হয় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ বিশিষ্ট মানুষ এছাড়া ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন রাইপুরের উদ্যোগে আজ রাইপুরে উদযাপিত হল আদিবাসী ভাষা দিবস। এই উপলক্ষে প্রথমেই রাইপুর সবুজ বাজার মোড়ে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করেন ঝাড়গ্রাম লোকসভার সংসদ কুনার হেমরম পরে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন কুনার বাবুসহ বিশিষ্ট সমাজসেবী গণেশ মাহাতো বাবুলাল বাস্কে ।সবুজ সংঘের ফুটবল মাঠে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেখানে আদিবাসী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক গোরাচাঁদ মুর্মু, পতিত পাবন ঘোষ, সাংসদ কুনার হেমব্রম ,ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিক্ষক বিপ্লব সরেন রাইপুর পরগনা মহলের পীর বাবুলাল বাস্কে প্রমূখ এখানে উল্লেখ্য এই সংগঠনের পক্ষ থেকে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হয়েছিল সেখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মেয়েদের মঞ্চে সম্বর্ধনা জানানো হয়। এই সংগঠনের সম্পাদক অর্ক মান্ডি বলেন অনেক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষার স্বীকৃতি পেয়েছি ২০০৩ সালের আজকের দিনে আমাদের সাঁওতালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয় সেই সম্মান বজায় রাখতে আমরা এই দিনটি প্রতিবছরই যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকি। আগামী ২০২৫ সালের মধ্যে সমস্ত বিভাগে সাঁওতালি মাধ্যম চালু করার দাবি রয়েছে আমাদের। আমাদের সংগঠন এছাড়া নানান সামাজিক কর্মসূচি যেমন রক্তদান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, বস্ত্র দান কর্মসূচি পালন করে আসছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কল্পনা হাঁসদা তার সংগীত পরিবেশন করে উপস্থিত হাজার হাজার দর্শকের মন জয় করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *