খায়রুল আনাম,
বীরভূম : বোলপুর-শ্রীনিকেতন রোডের বাঁধগোড়ার সাঁঝবাতি নামের বহুতল আবাসনে সোমবার সন্ধ্যার পরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় এক দম্পতির। এরপরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৫ তলা ওই আবাসনের সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিয়ে আবাসনটি সিল করে দিয়ে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। বুধবার দুপুরে ৫ সদস্যের ফরেন্সিক টিম এসে ওই আবাসনে তদন্ত করে। তখনই আবাসনের বাসিন্দারা তাদের ঘরে ফেরার আবেদন জানায় প্রশাসনের কাছে। এরপরই ফরেন্সিক টিমের ছাড়পত্র পেয়ে বাসিন্দারা আবাসনে প্রবেশ করেন। এই সময় অনেককেই কান্নায় ভেঙে পড়েন।