সাগর দত্ত মেডিকেল কলেজের ১১ জন ডাক্তারি পড়ুয়াদের কলেজে প্রবেশের অনুমতি দিল হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার কলকাতা হাইকোর্ট উত্তরবঙ্গ মেডিক্যালের পর সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘সাসপেন্ডেড’ পড়ুয়াদের বড়সড় আইনী স্বস্তি দিল। ১১ জন চিকিৎসক পড়ুয়াকে কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত।সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাসপেন্ড হওয়া ১১ জন চিকিৎসককে কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ক্লাস করারও অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি সেনগুপ্ত এদিন জানান, -‘ ১১ জন চিকিৎসককে কলেজে মুচলেকা দিতে হবে।জানাতে হবে যে তাঁরা ভবিষ্যতে কোনও ধরনের বিশৃঙ্খল আচরণ করবেন না যার জন্য সম্পত্তি নষ্ট হয় বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হন’। এদিন বিচারপতি জানান করেন, ‘র্যাগিং অত্যন্ত মারাত্মক অভিযোগ। এটাকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে।’গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডাক্তারদের বৈঠকের সময় কলেজের প্রিন্সিপালের ঘরে জোর করে ঢোকার চেষ্টা করা, গুণ্ডামি, ভাঙচুরের ঘটনার পর কামারহাটি থানায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষ মনোজিৎ মুখোপাধ্যায়।গত শুনানিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, ‘এ তো কলেজ কর্তৃপক্ষের অতিসক্রিয়তা বলে মনে হচ্ছে।’ তারও আগে শুনানিতে কামারহাটি থানার কাছে সিসিটিভি ফুটেজ এবং কেস ডাইরি তলব করা হয়েছিল।এদিন বড়সড় আইনী স্বস্তি পেলেন ১১ জন ডাক্তারি পড়ুয়া।