সাজিনা প্রগতি সংঘের অন্নপূর্ণার হেঁসেলের শুভসূচনা
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অসহায়, বিধবা সহ নানান দুস্থ ব্যাক্তিদের সাহায্যের জন্য অনেককে এগিয়ে আসতে দেখা যায়। কিন্তু ক্লাব গত ভাবে উদ্যোগ এক নতুন ভাবনা।গ্রামের মধ্যে অসহায়,বিধবা,বা সহায়সম্বলহীন এরূপ কিছু ব্যক্তিদের চিহ্নিত করে তাদের অন্ন পরিষেবা প্রদানের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সাহসী পদক্ষেপ নিলেন ক্লাবের কতিপয় সদস্যের মধ্যে।জানা যায় সিউড়ি দু নম্বর ব্লকের সাজিনা প্রগতি সংঘের ব্যবস্থাপনায় ১ লা সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হলো দুঃস্থদের অন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাজিনা প্রগতির অন্নপূর্ণার হেঁসেল। এদিন থেকেই অন্ন পরিষেবা প্রদান করা হয়। আপাতত দশজনকে এই পরিষেবার আয়তায় আনা হয়েছে। ভবিষ্যৎ এ আরও বড় করে করার ইচ্ছা রয়েছে।আগামী দিনে কিভাবে বা কিসের ভিত্তিতে চলবে সেসমস্ত পরিকল্পনার কথা একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান ক্লাব সদস্য অমরনাথ চ্যাটার্জি ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি অরুন চ্যাটার্জী, সম্পাদক গৌতম পাল ছাড়াও অনান্য সদস্যবৃন্দ।