সাড়ম্বরে উদযাপিত হলো ইউনিটি মালঞ্চ র দ্বিতীয় পর্ব চতুরঙ্গ নাট্য উৎসব ২০২৪
…………………………………………
ইন্দ্রজিৎ আইচ
…………………………………………
প্রতি বছরের মতো গত ৫ থেকে ৮ ই ডিসেম্বর নৈহাটি ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হলো ইউনিটি মালঞ্চ র দ্বিতীয় পর্বের চতুরঙ্গ নাট্য উৎসব ২০২৪। প্রথমদিন এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। বিশেষ অতিথি ছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনৎ দে। সকলেই তাদের ভাষণে এই উৎসবের সাফল্য কামনা করেন। অতিথিদের বরণ করে নেয়
ইউনিটি মালঞ্চ র প্রধান দেবাশিস সরকার এবং অভিনেতা বাবলু চৌধুরী।
প্রথমদিন মঞ্চস্থ হয় বৃশ্চিক এর নাটক ভাত। নির্দেশনায় ছিলেন তাপস মুখোপাধ্যায়। এরপর পরিবেশিত হয় থিয়েটার পয়েন্টের নাটক আগাছা, পরিচালনায় ছিলেন রাজা গুহ।এইদিনের শেষ নাটক মঞ্চস্থ হয়
সারথির নাটক অন্তর চিত্রণ। নির্দেশনায় ছিলেন সমীর সেনগুপ্ত।
দ্বিতীয় দিনের নাট্য উৎসবে প্রথম নাটক ছিলো মিউনাস নাট্য দলের নাটক দূষণ। নির্দেশনায় ছিলেন উৎসব দাস। পরেরটি মুক্তমণন স্প্রিড এর নাটক
অমানুষ পরিবেশিত হয়।পরিচালনায় ছিলেন অমিতাভ চন্দ। বর্ণকথার নাটক
ভাইরাস। নির্দেশনায় ছিলেন সমর চট্টোপাধ্যায়। তৃতীয়দিন নাটক শুরু হয় আলেয়ার মায়া দিয়ে।পরিচালনায় ছিলেন কৌশিক চট্টোপাধ্যায়।
পরের নাটকটি মঞ্চস্থ হয় অভিনেয় এর নাটক দিনলিপি।
নির্দেশনায় ছিলেন সৌমেন্দু ঘোষ। পরিবেশিত হয় রম্বস এর নাটক আততায়ী। পরিচালনায় ছিলেন অঞ্জন বিশ্বাস। এইদিন এর শেষ নাটক ছিলো বিষাণ এর নাটক গোবরা পালিয়েছে।
পরিচালনায় ছিলেন তাপস বন্দোপাধ্যায়। এই উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় প্রথম নাটক
দ্বিসাত্তিক এর নাটক ধূসর অতীত। নির্দেশনায় ছিলেন প্রসূন ব্যানার্জী। মঞ্চস্থ হয় অন্য ভাবনার নাটক প্রতিঘাত। পরিচালনায় ছিলেন স্বরাজ ঘোষ। পরিবেশিত হয় সরস্বতী নাট্যশালার নাটক নষ্ট তারার গল্প । পরিচালনায় ছিলেন জয়েস ল। এই উৎসবের শেষ দিনের শেষ নাটক ছিলো চাকদহ কলাকেন্দ্র র নাটক স্টিয়ারিং।
নির্দেশনায় শ্যামল মজুমদার। এই উৎসবে মোট সব মিলিয়ে ১৪ টি নাটক মঞ্চস্থ হয়।
এক কথায় বলাই যায় জমে উঠেছিলো দ্বিতীয় পর্বের ইউনিটি মালঞ্চ র এই চতুরঙ্গ নাট্য উৎসব ২০২৪।