সাড়ম্বরে নিউজ কলকাতা পরিবার’র দীঘা সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

সাড়ম্বরে নিউজ কলকাতা পরিবার’র দীঘা সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাজী হাফিজুল:সম্প্রতি নিউজ কলকাতা পরিবার পক্ষ থেকে দীঘা সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন কবি তথা সাহিত্যিক দিলীপ পাল, কবি ও সমাজসেবী হাবিবুল আলম ও উকিল জাফর মাবিন।অতিথি বরণ সূচনা রুনা রায় এর সংগীতের মধ্যে দিয়ে শুরু হয়। দিলীপ পাল বলেন,”বক্তব্যে উঠে আসে সময়ের সংকটে কবিতা সাহিত্য কি হতে পারে । কাদের কথা বলবে । চটকদার লেখা বা তোষামোদে লেখা হারিয়ে যায়। বিচ্ছিন্ন ভাবে ধর্মের বিভেদ ঐক্যবদ্ধতা বিনষ্ট করছে। সহজ সরল সহনশীল হয়ে কবি লেখকদের সচেতন লেখা লিখতে হবে।”অনুষ্ঠানে শ্রুতি নাটক ,বাউল গান কবিতা,নাচ অভিনয় এক সম্প্রতির বাতাবরণ তৈরি করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলেই মুগ্ধ। পদার্পণ গ্রুপের সম্পাদিকা শর্মিঠা মাজি বলেন,দীঘা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এ সাক্ষী ছিলাম এই আন্ত্রিকতায় পরিপূর্ণ এক সুন্দর অনুষ্ঠানের । অনেক গ্রুপ ও গুনি সমাগমের উপস্থিতি ছিল । সকলের সমাগমে মুখর হয়েছিল দীঘা সৈকতের এই উৎসব।
কলকাতা জমজমাট এর কর্নধর দেবাশীষ মুখার্জী বলেন,” কলকাতা জমজমাট পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ,এই পরিবার সবাইকে আন্তরিকতায় মুগ্ধ করেছে,এই ভাবেই এগিয়ে চলুক নিউজ কলকাতা পরিবার আমাদের অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।”এছাড়াও যারা অংশগ্রহণ করেন
সুপর্ণা মিত্র,অভিজিৎ দাস ইন্দ্রজিৎ লাহেড়ী,কাকলি দেবনাথ বাউল শিল্পী গনেশ চন্দ্র রায় প্রমুখ। কবি অরুণ কুমার চক্রবর্তী শারীরিক কারণে শেষ মুহূর্তে পৌঁছে না পারায় তিনি শুভেচ্ছা বার্তা পাঠান,পরিবারে আরও শ্রীবৃদ্ধি কামনা করেছেন।
সংগঠনের অন্যতম কর্ণধর সামসাদ বেগম বলেন,”আমরা দিন দিন সাহিত্য -সংস্কৃতি হারিয়ে ফেলছি,সেগুলো পুনরুদ্ধার ঘটনো,সমাজসেবামূলক কাজ,ম্যাগাজিন প্রকাশ,শিক্ষামূলক ভ্রমণ করে থাকি,আপনারা আমাদের পাশে থাকলে আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পৌঁছবো ।সঞ্চালনায় ছিলেন সিরাজুল ইসলাম। সংগঠনের চেয়ারম্যান প্রিয়া চট্টোপধ্যায় র ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *