সাড়ম্বরে নিউজ কলকাতা র শান্তিনিকেতন উৎসব
কাজী হাফিজুল, বোলপুর
:সম্প্রতি বোলপুরে যুব আবাস সংলগ্ন বেসরকারি হলে নিউজ কলকাতা পরিবারে শান্তিনিকেতন সাহিত্যে উৎসব অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আকাশবাণীর সঞ্চালিকা ও কবি ও বাচিক শিল্পী চন্দনা দে সিনহা,কলকাতা জমজমাট,র কর্ণধর দেবাশীষ মুখার্জি ,সমাজসেবী এম.আগরওয়াল,সাহিত্য প্রেমী পবিত্র দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন শিল্পী রিনা বিশ্বাস’ র রবীন্দ্র সংগীত মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। অতিথি চন্দনা দে বলেন,”আমি এত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছি এই পরিবারের মত আন্তরিকতা আর কোনো সংস্কৃতিক সংগঠনে দেখিনি , যা আমাকে মুগ্ধ করেছে, আশা করি আরো এগিয়ে যাবে আজীবন এদের সাথে থাকবো অঙ্গীকার করলাম।”কৌশিক মন্ডল বলেন,এখানে এত সংগঠন আছে নিউজ কলকাতা পরিবার মত সংগঠন খুবই কম আছে,সংবর্ধিত হয়ে খুব ভালো লাগছে।পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করি।পরিবার’ র সভাপতি সামমাদ বেগম বলেন,”যাবতীয় কৃতিত্ব আপনাদের,আপনাদের জন্য অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছে।শুধু সাহিত্য চর্চা নয়,শিক্ষা মূলক ভ্রমণ, সমাজসেবা মূলক কাজ,ম্যাগাজিন প্রকাশ আরও নানাবিধ কাজ করে থাকি,আশাকরি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন।”
অনুষ্ঠানে বক্তৃতা,কবিতা পাঠ ,আবৃতি,শ্রুতি নাটক,নাচ ,গান পরিবেশন করা হয়। বিশেষ করে সাওতালি আদিবাসী নৃত্য যা সবাইকে মুগ্ধ করে,এমনকি হল চত্বর আনন্দ মুখরিত হয়ে ওঠে। দ্বিতীয় দিন কবিগুরুর স্মৃতি বিজড়িত জায়গা ভ্রমণ,শেষে সোনাঝুরি হাট ঘুরে দেখার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।