সাতক্ষীরায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের সাড়ে ৭ কেজি সোনার বার উদ্ধারঃ আটক ২
কাজী নূর।। সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ ‘বিজিবি’। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। ৩১ পিস সোনার বারের ওজন ৭ কেজি ৩৫৯ গ্রাম। যার আনুমানিক বাজার দর সাড়ে ৬ কোটি টাকা। ঘটনাটি ৬ সেপ্টেম্বর বুধবার সকালে ঘটেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক সাংবাদিকদের জানান, ভারতে সোনা পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সরদার পাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহ হলে বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে তুহিন এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব হোসেনকে আটক করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কাদায় রাখা লুকিয়ে রাখা ৩১ পিস স্বর্ণের বার উদ্ধার করে তারা। পাচারকারীদের থানায় সোপর্দ করে উদ্ধারকৃত সোনার বার সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।