সুভাষ মজুমদার
সাত দফা দাবিতে তারকেশ্বর বিডিও অফিসে ডেপুটেশনে দিল ব্লক রেশন ডিলার এসোসিয়েশন।
পরবর্তী পর্যায়ে জেলা এবং রাজ্য স্তরে ডেপুটেশনে দেওয়া হবে বলে জানান ব্লকের রেশন ডিলার এসোসিয়েশনের কর্মকর্তারা।
মূলত করোনা পরিস্থিতিতে গ্রহক দের ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য এবং কেন্দ্র কিন্তু গত ছয় মাসে ডিলার দের কোন কমিশন দেওয়া হয়নি বলে অভিযোগ।অভিলম্বে বকেয়া কমিশন এবং মাসের শেষে যাতে কমিশন দেওয়া হয় তার দাবি জানানো হয় ডেপুটেশনে।এছাড়া বকয়ে চাল, অনলাইন কার্ড সংখ্যা অনুযায়ী রেশনের দ্রব্য এবং রেশন দোকানের সামান্য ত্রুটি বের করে হাজার হাজার টাকা জরিমানা বন্ধ করা সহ মত সাত দফা দাবিতে ডেপুটেশনে দেওয়া হয়।
এদিন তারকেশ্বর ব্লকের সমস্ত রেশন ডিলাররা এই ডেপুটেশন জমা দেওয়ার কার্য পক্রিয়াতে অংশ গ্রহন করেন।