সাথী ফার্টিলাইজারের উদ্যোগে মঙ্গলকোটের নতুনহাটে অনুষ্ঠিত হলো এলাকার কৃষকদের নিয়ে কৃষি সচেতনতা শিবির। উপস্থিত ব্লক কৃষি আধিকারিক।

Spread the love

সাথী ফার্টিলাইজারের উদ্যোগে মঙ্গলকোটের নতুনহাটে অনুষ্ঠিত হলো এলাকার কৃষকদের নিয়ে কৃষি সচেতনতা শিবির। উপস্থিত ব্লক কৃষি আধিকারিক।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাটে সাথী ফার্টিলাইজারের উদ্যোগে কৃষি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিল এখানে।

এছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাগ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল সাহা, আরিয়া ক্রপ সায়েন্স এর আর এম পবির ভান্ডারী, বিশিষ্ট সমাজসেবী আশরাফ মিয়া সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাথী ফার্টিলাইজারের কর্ণধর শেখ গোলাম রসূল জানান,
মূলত এখানকার কৃষকরা ধানের ওপর নির্ভর নির্ভরশীল তাই একাধিক চাষের উপর যাতে আকৃষ্ট হয়। যেমন টমেটো ডাল শস্য ইত্যাদি চাষ করে যাতে কৃষকরা আরো অর্থনৈতিক উন্নতি করতে পারে সে বিষয়ে আলোচনা হয় পাশাপাশি কৃষিজাত পণ্য আমাদের মাধ্যমে ক্রয় করা হবে। এইবার তাও চাষীদের দেয়া হয়েছে।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *