সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ত্রিপুরায় বিশিষ্ট সমাজসেবী মলয় পীটকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান, খুশির হাওয়া গুসকরা ও বোলপুরে।
সামাজিক উন্নয়ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ, দিল্লির প্রখ্যাত সক্রেটিস সামাজিক গবেষণা বিশ্ববিদ্যালয় বিশিষ্ট সমাজসেবী মলয় পীটকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হল আজ।
বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের প্রধান, আচার্য শ্রী ডঃ সুরজ কুমার পাঠক, ত্রিপুরা এসে সম্মানটি প্রদান করেন। এছাড়াও, মলয় পীটকে “আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মাননা ২০২৪” দিয়ে সম্মানিত করা হয়। উল্লেখ্য, সক্রেটিস সামাজিক গবেষণা বিশ্ববিদ্যালয় তাকে সোসাইটিজ সোসাল রিসার্চ ইউনিভার্সিটি ট্রাস্টের সহযোগী সদস্য হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
এই সম্মাননাটি সামাজিক ক্ষেত্রে মলয় পীটের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার স্বাক্ষর বহন করে। তাঁর নেতৃত্বে স্বাধীন ট্রাস্ট মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে চলেছে। এই সম্মাননা কেবল তাঁরই নয়, সামাজিক উন্নয়নে নিবেদিতপ্রাণ সকলের জন্য একটি গর্বের মুহূর্ত।
সমাজসেবী মলয়পিট জানান যে এই সম্মান পেয়েছি আমার টোটাল টিমের জন্য আমি সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে আরো সমাজসেবামূলক কাজ করতে পারি। সকলের আশীর্বাদ চাই।
উল্লেখ্য তিনি বোলপুরের বুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নির্মাণ করেছেন এবং এলাকার দুস্থ গরিব মানুষদের 10 টাকা টিকিটে পরিষেবা দিচ্ছেন।
পাশাপাশি যে কোন ওষুধে ৬২.৫% ছাড়ে ওষুধ দিচ্ছেন রোগীদের।
বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।