সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা পুলিশের, মোটরসাইকেল রেলি, পদযাত্রা, পথসভার মাধ্যমে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
“বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন,এক হউক, এক হউক,এক হউক হে ভগবান” – সেই কথা কে সামনে রেখে জেলা পুলিশের সচেতনতা মূলক প্রচার অভিযান।
রাত পোহালেই রবিবার সকাল থেকে শুরু হবে রাম নবমী। এই উপলক্ষে বিভিন্ন স্থানে রামনবমীর শোভাযাত্রা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে। সেই অনুষ্ঠানগুলি যেন সুষ্ঠ ও সুন্দরভাবে পালিত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রচার মূলক কর্মসূচি পালন করা হয়। সেরূপ লোকপুর থানার ব্যবস্থাপনায় শনিবার স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রাম, বাজার এলাকায় মোটরসাইকেল রেলি ,পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে রাম নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি “শিশুদের অধিকার বজায় রাখুন, শিশুদের অধিকার সুরক্ষিত রাখুন” – সেই বার্তা ও ছড়িয়ে দেওয়া হয় এদিন প্রচার অভিযানের সময়। উল্লেখ্য ইতিপূর্বে থানায় থানায় রাম নবমী পালনকারী কমিটি সহ স্থানীয় এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সঙ্গে শান্তি শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। এদিন রবিবার প্রচার অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার,লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ,সিভিক ভলিন্টিয়ার এবং এলাকার বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিশেষ উল্লেখ্য লোকপুর থানা এলাকায় রাম নবমীর অনুষ্ঠান উপলক্ষে পুলিশ প্রশাসনের পাশাপাশি এক্সজেকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।