সায়কের প্রতিভায় মুগ্ধ মহেশতলা

Spread the love

গত ২ডিসেম্বর ২০২৪ কলকাতার রোটারী সদনে পশ্চিম বঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর আয়োজিত বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে অনুষ্ঠানে মহেশতলা পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের সায়ক দাস বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে স্টেট আওয়ার্স পেয়েছে। বাবা সঞ্জয় দাসের মতো ছেলে সুরের যাদুতে শ্রোতাদের মুগ্ধ করে।এখবরে মহেশতলা এলাকায় মানুষের মধ্যে খুশি র হাওয়া।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় মন্ত্রী মাননীয়া ড.শশী পাঁজা,সচিব সংঘ মিত্রা ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাবা সঞ্জয় দাস ও মা স্মিতা দাসের হাতধরে সায়ক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সায়েক র মুখে উজ্জ্বল হাসি যেন বলছে ‘আমরা করবো জয়’। ইংরেজি মাধ্যম স্কুলে র পড়ুয়া সায়কের পরিবার ও এলাকাবাসী সায়কের এ হেন সাফল্যে গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *