সাধন মন্ডল,
বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের প্রাণপুরুষ শম্ভুনাথ মল্লিক স্মৃতি অংকন প্রতিযোগিতা ও স্নেহের সুর স্মৃতি সারাবাংলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে। পরিচালনায় বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ এবং বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। সংঘের সম্পাদক রবিন মন্ডল বলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংকন বিভাগে ১৭০ জন ও যোগাসন প্রতিযোগিতায় ১৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। রাজ্যে ক্রীড়া ও সংস্কৃতির বিপ্লব ঘটাতেই এই উদ্যোগ। প্রতিবছর এই প্রতিযোগিতাগুলি বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে হয়ে থাকে, এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বসু মিত্রা সিংহ পান্ডে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সংঘের সভাপতি ডা:অমিতাভ চট্টরাজ বিশিষ্ট শিক্ষাবিদ অনিমেষ চৌধুরী সফল উদ্যোগপতি মনোজিৎ মন্ডল সহ সংঘের সদস্য সদস্যাবৃন্দ প্রমূখ। দুটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। অংকন প্রতিযোগিতায় চারটি বিভাগে সফল প্রতিযোগীরা হলেন অসীম পাল, অর্ণিক নন্দী , সরন্যা সুঁই, অন্বেষা বিশ্বাস, শিঞ্জীনি লক্ষণ, কৃষভদত্ত ,শুভশ্রী গড়াই, তোর্সা সাসমোদক, আরুসি কর্মকার, শিঞ্জন দে, অন্বেষা রক্ষিত, মোনালিসা রক্ষিত।