সাধন মন্ডল,
জঙ্গলমহলের সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি পক্ষ থেকে আশ্রমের ১০০ জন শিশু পড়ুয়ার হাতে ১০০ টি সোয়েটার তুলে দেওয়া হল। শিশুদের হাতে সোয়েটার তুলে দেন আশ্রমের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দ জী ।এছাড়া এদিন আশ্রমের পক্ষ থেকে সাপ্তাহিক কর্মসূচি পালিত হয় সেখানে এলাকার ৩৫ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মশারি দেওয়া হয় ও দেড়শতাধিক মানুষের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছিল। এখানে উল্লেখ্য সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটিতে ১০০ জন ছাত্রছাত্রী ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে তাদের সপ্তাহে পাঁচ দিন বিকেলে দুধ ও বিস্কুট খাওয়ানো হয়। এলাকার মানুষের সহযোগিতায় এই কর্মসূচি গুলি যথাযথভাবে পালিত হচ্ছে বলে জানান আশ্রমের অধ্যক্ষ স্বামী রাঘবানন্দজী । তিনি আরো বলেন আগামী ৮ ই জানুয়ারি এলাকার দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে। আশ্রমের পক্ষ থেকে সারা বছর ধরেই নানান অনুষ্ঠান ও সেবামূলক কাজ হয়ে থাকে