সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে 15 টি জেলায় একশো দুটি আদিবাসী অধ্যুষিত ব্লকে চলছে জয় জোহার মেলা তারই অঙ্গ হিসেবে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকে গতকাল মেলার সূচনা করেছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। আজ জয় জোহার মেলাতে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রানীসম্পদ বিকাশ বিভাগ থেকে 166জন উপভোক্তার হাতে 10টি করে মুরগী বাচ্চা তুলে দেওয়া হয়।এর মধ্যে মাটির সৃষ্টি প্রকল্পের 26 জন উপডভোক্তাকেও 10টি করে মুরগী বাচ্চা ও উঠোনে মুরগী পালন বিষয়ক একটি বাংলা পুস্তিকা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার। সহ সভাপতি শেখর রাউত পূর্ত কর্মাধক্ষ্য দিব্যেন্দু ষন্নীগ্রহী, প্রানী সম্পদ কর্মাধক্ষ্য বিপাশা মাহাতো সহ,কৃষি কর্মাধক্ষ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া প্রানী সম্পদ বিকাশ বিকাশ বিভাগের সারেঙ্গা ব্লক আধিকারিক ডা: প্রনয় কর্মকার ও প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কর্মী নিমাই আচার্য্য প্রমূখ। মুরগির বাচ্চা হাতে পেয়ে খুশি উপভোক্তারা বলেন এই বাচ্চা পালন করার পর তা থেকে আমরা আমাদের আর্থিক উন্নয়ন ঘটাবো। এ ব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সারা বছরের বিভিন্ন সময়ে ব্লক এলাকার পিছিয়ে পড়া মানুষের আর্থিক উন্নয়ন ঘটাতে আমরা মুরগির বাচ্চা, হাঁস বাচ্চা, চারা পোনা উপভোক্তাদের দিয়ে থাকি।