শুভদীপ ঋজু মন্ডল,
দেবীপক্ষের সূচনায় প্রতিপদ তিথিতে নবদুর্গা পুজো শুরু হল। আজ রবিবার সারেঙ্গা ব্লকের খামানি গ্রামের খামানি জগদানন্দ সন্ন্যাস আশ্রমে শুরু হলো নবদুর্গার পুজো। এখানে উল্লেখ্য এই আশ্রমে আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় এক আশ্রমিক পরিবেশে ৩৪ বছর ধরে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে । এলাকার প্রত্যন্ত এই জঙ্গল ঘেরা এলাকার বিভিন্ন গ্রাম থেকে দর্শনার্থীরা ভিড় জমান দুর্গাপুজোর তিনদিন ধরে। এই এলাকার পুজো বলতে খামানি গ্রামে অনুষ্ঠিত হয়। এখানেই এবছরের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ দশভূজাদুর্গা পুজোর সাথে সাথে নবদুর্গার পুজো । চন্ডী তে বর্ণিত আছে দুর্গার নয়টি রূপের কথা, দুর্গা মায়ের সেই নটি রূপের সুদৃশ্য মাতৃমূর্তি তৈরি করে আজ প্রতিষ্ঠা করা হলো আগামী ৯ দিন ধরে চলবে এই নবদুর্গার পুজো বলে আশ্রমিক হিমাংশু শেখর সাহু ু ও ব্রহ্মচারী পরমানন্দ মহারাজ আমাদের জানালেন।। তারা বলেন মায়ের এই নয়টি রূপ আমাদের শরীরের মূলাধারে রয়েছে। নটি রূপের বিভিন্ন যে গ্রুপ গুলি রয়েছেন সেগুলি হল ব্রহ্মচারী, কুসম্মাণ্ড, স্কন্দ মাধব, কাত্যায়নী, কাল রাত্রি, মহালক্ষী ইত্যাদি।এই আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ হলেন মহেশ্বরানন্দ গিরি মহারাজ। এই আশ্রমে একবার হাজির হলে বারে বারে মন চাইবে এখানে আসতে। লক্ষ্য এই আশ্রমে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আজ সকাল থেকেই সাজো সাজা রব গ্রামের মধ্যে ।আশ্রমিক হিমাংশু শেখর সাহু বলেন এই মাতৃ মূর্তি গুলি আমরা নিজেরাই তৈরি করি কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে সকলের সহযোগিতায় মাতৃ মূর্তি গুলি তৈরি করা হয়েছে। আমাদের আশ্রমের গুরু মহারাজ এর নির্দেশে আমরা এগুলি গড়ে তুলেছি। পুজোর কয়েকদিন আনন্দে মাতবে এলাকাবাসী।