সারেঙ্গায় পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে কাজ
সাধন মন্ডল,
পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হল। সারা রাজ্যজুড়ে কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হবে এই পর্যায়ে। তারই অঙ্গ হিসেবে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের রাবনবাঁধ থেকে ফতে ডাঙ্গা পর্যন্ত ৩৪৫মিটার রাস্তার জন্য ১৪ লক্ষ ৯০ হাজার পাঁচশত দুই টাকা বরাদ্দ হয়েছে সেই রাস্তার নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হলো শুক্রবার। নারকেল ফাটিয়ে ফিতে কেটে সূচনা করেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র। সাথে ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার ,বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র সহ বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা বলেন রাস্তাটির কাজ সম্পন্ন হলে আমরা উপকৃত হব। আমাদের ছেলেমেয়েদের স্কুল যাতায়াত সহ আমাদের সারেঙ্গা বাজারের সাথে যোগাযোগের একটা উপযুক্ত রাস্তা তৈরি হবে আমরা কৃতজ্ঞতা জানাই স্থানীয় প্রশাসনকে। রাস্তার কাজের সূচনা করে পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র বলেন আপনাদের দাবি মেনে রাস্তার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে আপনারা রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখে নেবেন। রাস্তা নির্মাণে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।



Post Comment