সাধন মন্ডল,
বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক ফাহিম আলম বদলি হয়ে ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে চলে গেলেন। কাজে যোগদান করতে যাওয়ার আগে স্যারেরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপ ক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোনার তরী সভাকক্ষে ।এই বিদায়ী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস, প্রাক্তন সভাপতি তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ধীরেন্দ্রনাথ ঘোষ, সারেঙ্গা পঞ্চায়েত সমিত ির পুূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখর রাউত, জেলা পরিষদ সদস্য সুব্রত মিশ্র সহ সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যাবৃন্দ এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ের সমস্ত কর্মীবৃন্দ। সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম প্রায় তিন বছর ধরে এই ব্লকে দক্ষতার সাথে কাজ করেছেন বলে অভিমত ব্যক্ত করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন ।তিনি এলাকার মানুষের কাছে আপনজন হয়ে উঠেছিলেন তাকে সকলে পরিবারের একজন সদস্য মনে করতেন বলে জানালেন প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ। ফাহিম আলম সাহেব পঞ্চায়েত সমিতি ও তার কার্যালয়ের কর্মীদের সাথে একাত্ম হয়ে সারেঙ্গার উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছিলেন। সারেঙ্গা পিছিয়ে পড়া এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলির বাস্তবায়ন করে অনেকটা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন। আগামী দিনে যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে সারেঙ্গা ব্লকে যোগদান করবেন তিনি আরো এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করেন আজকের অনুষ্ঠানের সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র সহ অন্যান্য রা ।পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর বলেন আমি সমিত ির সদস্য হিসেবে কয়েক মাস কাজ করার সুযোগ পেয়েছি তাছাড়া বিডিও সাহেবের সাথে বিভিন্ন কর্মকান্ডে একাত্মভাবে জড়িত ছিলাম তাকে খুব কাছ থেকে দেখেছি তিনি একজন আধিকারিক ছিলেন না তিনি একজন ঘরের মানুষ ছিলেন যাকে অভাব অভিযোগের কথা অনায়াসে বলা যেত, তিনি আরো কিছুদিন সারেঙ্গায় থাকলে সারেঙ্গার উন্নয়ন আরো কিছুটা এগিয়ে যেত। অনুষ্ঠানে তার হাতে স্ম ারক, ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। সমষ্টিউন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন সকলের সাথে মিলেমিশ ে কাজ করতে পেরেছিলাম কোনরকম বিতর্ক তৈরি হয়নি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এই ব্লকে প্রথম বিডিও হিসেবে যোগদান করেছিলাম কতটা কাজ করতে পেরেছি জানিনা তবে আমি অনেক কিছু শিক্ষা নিয়ে গেলাম সারা জীবন আমার মনে থাকবে। সারেঙ্গার মানুষ যে কতটা মানুষকে ভালবাসতে জানেন তা আমি সারেঙ্গার মানুষের কাছে শিখলাম যা আগামী দিনে আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে।