সাধন মন্ডল,
জঙ্গলমহলের সারেঙ্গা কে জঞ্জালমুক্ত করতে আসন্ন দুর্গাপুজোর প্রাক্কালে সারেঙ্গা বাজার এলাকায় আজ সারেঙ্গা রাজাবাজার এলাকায় বিশেষ সাফাই অভিযানে নামল সারেঙ্গা ব্লক প্রশাসন সাফাই অভিযানে হাত লাগালেন সারেঙ্গা বিডিও ফাহিম আলম সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান ও কর্মাধ্যক্ষগণ সাথে ছিল ভিসিটি টিম। বিডিও ফাহিম আলম বলেন আমরা সারেঙ্গা কে জঞ্জাল মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছি যেখানে সারেঙ্গা বাজার এলাকার মানুষ আমাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাথে রয়েছেন সারেঙ্গা্র বিশিষ্ট সমাজসেবী ও মানুষজন। সারেন্ডার মানুষ যেভাবে আমাদের এই কাজে সহযোগিতা করছেন তাতে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে আমরা সারেঙ্গা কে জঞ্জাল মুক্ত সারেঙ্গা ব্লক হিসেবে ঘোষণা করতে পারব।