সারেঙ্গায় স্বয়ম্ভর গোষ্ঠীদের ছাগল প্রদান।
সাধন মন্ডল বাঁকুড়া:-সারেঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে সারেঙ্গা ব্লক প্রাণিসম্পদ বিভাগের পরিচালনায় আজ বৃহস্পতিবার সারেঙ্গা ব্লক এলাকার বেশ কয়েকটি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ছাগল পালনের উদ্দেশ্যে ছাগল তুলে দেওয়া হলো যার মূল উদ্দেশ্য হলো গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে উন্নতি ঘটানো। আজকের এই ছাগল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর। শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক, পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি সহ সারেঙ্গা ব্লক প্রাণিসম্পদ বিভাগের আধিকারিক ও প্রাণী বন্ধুরা। অনুষ্ঠান প্রসঙ্গে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র বলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি সারা বছর ধরেই চলে। মূলত স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে উন্নয়ন ঘটানোর লক্ষ্যে। আমরা জঙ্গলমহলের মানুষ ,এলাকায় প্রাণী পালনের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। তাই এলাকায় গাভী ও ছাগল পালনের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে হাঁস মুরগি পালনের জন্য প্রদান করা হয়।