সারেঙ্গায় স্বর্গীয় রবিলোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও রক্তদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া :—-
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা থানা পুলিশের তত্ত্বাবধানে স্বর্গীয় রবিলোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ সারেঙ্গা সকাল আটটায় সারেঙ্গার খয়ের পাহাড়ী বড় গাড়রা হাই স্কুল মাঠ থেকে । দৌড় শেষ হয় সারেঙ্গা থানা প্রাঙ্গণে।প্রতিযোগিতার সূচনা করেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বাঁকুড়া রেঞ্জ) সিসরাম ঝাঁঝারিয়া, বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার মুকসুদ হাসান প্রমূখ।এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রায় ৪০০ জন ও মহিলা বিভাগে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিদের উৎসাহ দিতে দৌড় প্রতিযোগিতায় পা মেলান পুলিশ সুপার বৈভব তেওয়ারি, আই জি সিশরাম ঝাঁঝারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান রবিলোচন মিত্র বাবুর বোন কল্পনা রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।। প্রতিযোগিতা শেষে দুটি বিভাগেই ১০ জন করে প্রতিযোগীকে সম্মানিত করা হয়। পুরুষ বিভাগে প্রথম হয় আসানসোলের টিংকু কুমার, দ্বিতীয় শালবনির অমল মাহাতো, ও তৃতীয় স্থান অধিকার করে বিনপুরের তারক মান্ডি। অন্যদিকে মহিলা বিভাগে প্রথম হয় বিহারের সিওয়ান জেলার পূজা সিংহ। দ্বিতীয় রাণীগঞ্জের শ্যামলী সিংহ ও তৃতীয় স্থান অধিকার করে পুরুলিয়া সদরের পুষ্প মাহাতো। সফল প্রতিযোগিদের হাতে স্মারক সাম্মানিক ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমস্টি উন্নয়ন আধিকারিক তমাল কান্তি সরকার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রকি দাস সহ খাতরা মহকুমা এলাকার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকবৃন্দ, সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা প্রমূখ। অনুষ্ঠানে ২০১০ সালের ২৪ শে ফেব্রুয়ারির রাতের ঘটনা উল্লেখ করে স্মৃতিচারণা করেন আইজি সাহেব সহ অন্যান্যরা। এখানে উল্লেখ্য ২০১০ সালের আজকের দিনে মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন সারেঙ্গা থানার তৎকালীন আইসি রবিলোচন মিত্র।এই দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এ বছর রক্তদান শিবিরের আয়োজন করেছিল সারেঙ্গা থানা পুলিশ। শিবিরে পাঁচজন মহিলা সহ 43 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বাঁকুড়া জেলা পুলিশের পুলিশ কর্মী বিশিষ্ট ঘোষক অনিমেষ মহান্তি।