সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে বনমহোৎসব
— শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:–প্রতিবছর ১৪ জুলাই থেকে সপ্তাহব্যাপী চলে সামাজিক বনসৃজন প্রকল্প ।আজ ১৮ই জুলাই মঙ্গলবার আজকের দিনে বাঁকুড়া জেলা ভূমি সম্মান পেল মাননীয়া রাষ্ট্রপতির কাছে। বাঁকুড়া জেলার এই সম্মানে সম্মানিত আমরাও। আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো বনমহোৎসব এই উপলক্ষে আজ সারা জেলার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার হেক্টর জমিতে গাছ লাগানো হলো। পিছিয়ে নেই জঙ্গলমহলের শিশুরাও ।আজ বনমহোৎসব উপলক্ষে গাছ লাগানোর বার্তা ও বন সংরক্ষণ এবং বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা নিয়ে সারেঙ্গা ব্লকের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা একটি পদযাত্রার আয়োজন করেছিল এই পদযাত্রায় শামিল হয়েছিলেন পিরোরগাড়ি রেঞ্জ এর বিট অফিসার বাবলু কোটাল সহ বন কর্মীরা।।এরপর বিদ্যালয়ের প্রাঙ্গনে বেশ কিছু চারা গাছ লাগানো হয় তাতে ছিল আম ,জাম, কাঁঠাল, লেবু, পেঁপে সহ অন্যান্য চারা গাছ । বন সংরক্ষণ ও গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে শিশুদের কাছে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল তিনি আরো বলেন পিরোরগাড়ি রেঞ্জ এর সহযোগিতায় আমরা বেশ কিছু গাছ লাগালাম ও এই কর্মসূচি পালন করলাম। আজকের লাগানো গাছগুলির রক্ষণাবেক্ষণ ও তাদের বড় করে তোলার দায়িত্ব নিয়েছে শিশুরা । তারা বলে এই গাছগুলিকে বড় করলে তোলার দায়িত্ব আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা যদি কমপক্ষে 20 টি গাছ বড় করতে পারি তাহলে আমাদের সেটাই হবে পরম প্রাপ্তি । এখানে উল্লেখ্য এই বিদ্যালয়ের শিশু সংসদ সারা বছর ধরেই নানান সামাজিক কার্যকলাপ করে থাকে। আজকের বনমহোৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।